নিউজ ডেস্কঃ
ভয়াবহ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে সরকারের পক্ষ থেকে বিভিন্ন চেষ্টা চালিয়ে গেলেও কিছু মানুষের কারণে তা সম্ভব হয়ে উঠছে না। আজ শনিবার ১৮ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া, জেলার সরাইল উপজেলায়, বাংলাদেশ খলাফত মজলিশের নেতা জুবায়ের আহমেদ আনসারী, প্রতিষ্ঠিত মাদ্রাসার মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে মাদ্রাসা প্রাঙ্গণে লোকজন আসতে শুরু করে এমতাবস্থায় মানুষের উপস্থিতি এতই বেড়ে গিয়েছিল যা প্রশাসনের পক্ষে বাধা দেওয়া সম্ভব সম্ভব হয়নি।
এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার সৃষ্টি হয় পরে রাত আনুমানিক ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মাদ্রাসার আশে পাশের ১০টি গ্রামকে লকডাউন ঘোষণা করেন।যেসব এলাকায় লকডাউন ঘোষণা করেছেন সেখানে কোন মানুষ ঢুকতে পারবে না বেরও হতে পারবে না যে যেখানে আছেন সেখানে অবস্থান করতে হবে এবি টিভিকে এমনই জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার, মোহাম্মদ আনিসুর রহমান।