
বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস থেকে মুক্তি পেতে বিশ্বের বিভিন্ন দেশে করা হয়েছে লকডাউন, বাংলাদেশও তার বাইরে নয় বাংলাদেশে চলছে গত একমাস ধরে অঘোষিত লকডাউন এই লকলডাউনে নিম্নআয়ের মানুষ ও মধ্যবিত্তদের ইনকাম সোর্স বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ সমস্যায় পড়ে যায়, সাধারণ মানুষ কারো কাছ থেকে কিছু চাইতে পারলেও মধ্যবিত্তরা সম্মানের হারানোর ভয়ে কারো কাছ থেকে কিছু চাইতে পারছেন না এমনতো অবস্থায়।
মহিলা কাউন্সিলর ২২-৩০-৩১ নং আলকরণ মাতারবাড়ি ও এনায়েত বাজার ওয়ার্ড এর মধ্যবিত্তদের জন্য চালু করেছে হটলাইন নাম্বার এ হটলাইন নাম্বারে সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত যেকোন সমস্যার কথা তুলে ধরলে তা পরিচয় গোপন রেখে তাদের ঘরে খাবারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিবে বলেছেন মহিলা কাউন্সিলর নিলু নাগ,। এই মহিলা কাউন্সিলর তিনি তার নিজের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন তা হুবহু তুলে ধরা হলো আমাদের জন্য।
চট্রগ্রামের সিটি কর্পোরেশনের ২২,৩০,৩১ নং ( আলকরন – মাদারবাড়ী-এনায়েতবাজার) ওয়ার্ডের সকল জনসাধারনের দৃস্টি আকর্ষন করছি-এই তিন ওয়ার্ডের মধ্যবিও পরিবার ও ওয়ার্ড আওয়ামীলীগ -ছাত্রলীগ – যুবলীগ, মহিলা আওয়ামীলীগ ও আওয়ামীলীগের সকল তৃনমূল দুঃসময়ের সন্মানিত নেতা – কর্মীরা,, যারা এই দূর্যোগের সময় উপহার সমূহ গ্রহন করতে সংকোচবোধ করছেন,, তাহারা নিঃসংকোচে সরাসরি নিন্মক্ত মোবাইল নাম্বারে সকাল ১১.০০ টা থেকে বিকাল ৩.০০ টা পর্যন্ত যোগাযোগ করবেন। অবশ্যই আপনার সকল তথ্য গোপন করা হবে। আপনার উপহার সামগ্রী সঠিক সময়ে আপনার ঘরে পৌছে যাবে। যোগাযোগে : 01812958301 /01817209179 দেশের এই দূর্সময়ে আমি আছি / থাকব আপনাদের পাশে
নিলু নাগ
কাউন্সিলর ( ২২,৩০ ও ৩১ নং ওয়ার্ড)
ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক চট্রগ্রাম মহানগর মহিলা, আওয়ামীলীগ