মোঃ বাকি বিল্লাহ্ চৌধুরী
করোনায় সামাজিক নিরপত্তা নিশ্চিত করে নিজ বাসা থেকে দুইটি বিকাশ এজেন্টের মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী ও বাঁশখালী থেকে চার বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী গত ১৫ এপ্রিল থেকে অদ্যবধি বাঁশখালীর গরীব অসহায় হাজার হাজার পরিবারকে সরাসরি নগদ অর্থ সহায়তা প্রদান করছেন।
এ কার্যক্রম সার্বিক তত্ত্বাবধান করেছেন আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর কনিষ্ঠ সন্তান মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা সহ বাঁশখালী উপজেলা ও পৌরসভার সর্বস্তরের নেতৃবৃন্দ। এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শহিদুল আলম শহীদ এবিটিভি কে বলেন,
বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ও বাঁশখালী পৌরসভার ৯ টি ওয়ার্ডে অর্থ সহায়তা প্রদান চলমান আছে। তিনি আরো বলেন, শুধু দলীয় নেতাকর্মীদের কে নয় বাঁশখালীর প্রকৃত অসহায়দের মাঝে ও নগদ অর্থ প্রদান করা হচ্ছে। তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং একটি পার্সোনাল বিকাশ একাউন্টের মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে।