
কমলগঞ্জ প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের প্রার্দুভাবে কর্মহীন হয়েপড়া অসহায় মানুষদের মাঝে ২০০ পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন সমাজ সেবক জুবায়ের আহমেদ সুয়েব ও তার পরিবারবর্গণ।গত বুধবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের কুমড়া কাপন গ্রামের দরিদ্র অসহায় ও কর্মহীন পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
তিনি প্রত্যেক পরিবারকে চাউল ৪ কেজি,করে ২কেজি করে আলু, ১কেজি করে পেয়াজ, ডাল ১কেজি, ১লিটার তৈল, ১কেজি লবন, ১কেজি চানা, চিনি ২/১কেজি, সেমাই ১প্যাকেট ও ১ পিস সাবান। এ সময় উপস্থিত ছিলেন, কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলার রাসেল মতলিব তরফদার ফখরু, সাংবাদিক রিপন, বিতরনকারীর পরিবারবর্গণ।