নিউজ ডেস্কঃ
বাংলাদেশে আমের মৌসুমে রাজশাহী থেকে দেশের বিভিন্ন অঞ্চলে এই রাজশাহীর আম পৌঁছে যায় এবার বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের কারণে রাজশাহীর আম চাষিরা চিন্তিত হয়ে পড়েছে, এর কারণ হচ্ছে গাছে আম ধরেছে কিনতে যাওয়ার মানুষ নেই রাজশাহীতে দেশে অঘোষিত লকডাউনের কারণে দেশের কোন জায়গা থেকে রাজশাহীর আম কিনতে যেতে পারবেন না ব্যবসায়ীরা তাই রাজশাহীর আম চাষিরা এবার ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে। আম পাকার সময় ঘনিয়ে আসছে, কিন্তু বাড়ছে সাধারণ ছুটি।
করোনা পরিস্থিতে উদ্বিগ্ন রাজশাহীর আমচাষীরা। ইউরোপের বাজারে সবচে’ বেশি আম পাঠানো হয় এই রাজশাহী থেকে। কিন্তু করোনায় বিশ্ববাজার ধরা যাবে কি না তা নিয়েও কাটছে না সংশয়। দেশে আমচাষে শীর্ষে থাকা জেলা রাজশাহীতে বছরও ডালভাঙা মুকুল এসেছিল গাছে গাছে। এখন পুষ্ট হয়ে উঠছে আম। কিন্তু করোনায় হাটবাজার প্রায় বন্ধ। তাই দুশ্চিন্তায় চাষীরা। সারাবছরের আয়-রোজগারের জন্য আমের ওপরই ভরসা করেন বহু ব্যবসায়ী।
ঋণ নিয়ে বাগান কিনে রাখেন আগেভাগেই। কিন্তু এবার করোনার কারণে উদ্বেগে ব্যবসায়ীরাও। করোনায় এবার দেশের আম ইউরোপে যাবে কি না- তা নিয়ে সন্দিহান ফল গবেষণা কেন্দ্র ও কৃষি বিভাগ। তবে কৃষকদের লোকসান কাটাতে এখনই বিকল্প বাজারব্যবস্থা করার তাগিদ দিয়েছেন তারা। রাজশাহী জেলায় এবার আমের আবাদ হয়েছে ১৭হাজার ৬৮৬হেক্টর জমিতে।