নিউজ ডেস্কঃ
করোনাভাইরাস পরীক্ষার ল্যাব দ্বিতীয় ধাপে চালু হলো চট্টগ্রামে, চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো করোনাভাইরাস পরীক্ষা করা হবে ভেটেনারি বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এ করোনা পরীক্ষার ল্যাব চালুর একমাস পর চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) চালু হয়েছে দ্বিতীয় ল্যাব। আজ শনিবার (২৫ এপ্রিল) থেকে ল্যাবটি চালু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে করোনা পরীক্ষার ল্যাব চালু করতে গত ৯ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এই বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠানো হয়েছিল। এর প্রেক্ষিতে ল্যাব প্রস্তুতের কাজ শুরু করে কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটিতে ৬টি পিসিআর মেশিন থাকলেও আপাতত ১টি মেশিনে নমুনা পরীক্ষার কার্যক্রম চালানো হবে বলে জানান। ৬ জন শিক্ষার্থী এবং ২ জন শিক্ষক এই পরীক্ষায় প্রত্যক্ষভাবে কাজ করবেন। আপাতত প্রতিদিন ১০০ জনের নমুনা পরীক্ষার লক্ষ্যমাত্রা নিয়ে ল্যাব চালু করার কথা জানিয়েন ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. জুনায়েদ সিদ্দিকী। তিনি জানান, প্রাথমিকভাবে বিআইটিআইডি থেকে আমরা ৪৮০টি কিট পেয়েছি।
এখন যা নমুনা পাবো আমরা তাই পরীক্ষা করবো। নমুনা পরীক্ষা করে বিআইটিআইডিতে পাঠিয়ে দিবো। সেখান থেকে ফলাফল জানানো হবে তিনি এ সময় বলেন আমরা এখানে শুধুমাত্র পরীক্ষা করে বিআইটিআইডিতে পাঠিয়ে দেব সেখান থেকে ফলাফল ঘোষণা করা হবে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে সিভাসুতে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।