
নিউজ ডেস্কঃ
বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস রংপুর বিভাগের ৪ টি জেলায় গত ২৪ ঘণ্টায় ১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে, রংপুর বিভাগের ৪টি জেলায় ১ দিনে (গত ২৪ ঘণ্টায়) কোভিড-১৯ সংক্রমণ হয়েছে ১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে রংপুর বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৪ জনে।আজ সোমবার ২৭ এপ্রিল রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একে এম নুরুন্নবী লাইজু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের ১৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়।
আক্রান্তদের মধ্যে রংপুর সদরে ৫ জন, তারাগঞ্জে ৩জন, বদরগঞ্জে ১জন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২জন, বালিয়াডাঙ্গীতে ১ জন ও হরিপুরে ৪জন, পঞ্চগড়ের দেবীগঞ্জে ২জন, ও দিনাজপুরের হাকিমপুরের ১ জন রয়েছেন। রংপুর সদরে আক্রান্ত ৫ জনের মধ্যে ২ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। রংপুর বিভাগে আক্রান্ত ১০৪ জনের মধ্যে গাইবান্ধায় ১৬ জন, দিনাজপুরে ১৫ জন, নীলফামারীতে ১০জন, ঠাকুরগাঁওয়ে ১৬ জন, রংপুরে ৩০ জন, লালমনিরহাটে ২জন, কুড়িগ্রামে ৯ জন এবং পঞ্চগড়ে ৬ জন রয়েছে। এদের ৪৭ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। রংপুর বিভাগে এখনো পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।