রংপুর প্রতিনিধি :
রংপুর মেডিক্যালে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে পাঁচ জেলায় করোনা শনাক্ত হয়েছে পাঁচ জনের। রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন ঠাকুরগাঁওয়ের হরিপুরে একজন, গাইবান্ধার পলাশবাড়ীতে একজন, লালমনিরহাটের আদিতমারীতে একজন, কুড়িগ্রাম সদরে একজন ও নীলফামারী কিশোরগঞ্জে একজন। এ ছাড়া দিনাজপুর এম আব্দুল রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে আজ মঙ্গলবার প্রথম চারজনের করোনা শনাক্ত হয়েছে। উল্লেখ্য রংপুর মেডিক্যাল কলেজে করোনা শনাক্তে পিসিআর মেশিন স্থাপন করা হয় গত ২ এপ্রিল।
এরপর থেকে আজ ২৮ এপ্রিল পর্যন্ত ২ হাজার ৬৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখানে এখন পর্যন্ত ১০৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) মাধ্যমে রংপুর বিভাগে আরও ৬ জনের করোনা শনাক্ত করা হয়। এ নিয়ে রংপুর বিভাগের আট জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৪ জনে। আক্রান্তদের মধ্যে রয়েছেন রংপুরে ৩০, গাইবান্ধায় ১৭, দিনাজপুরে ১৯, নীলফামারীতে ১২, ঠাকুরগাঁওয়ে ১৭, কুড়িগ্রামে ১০, লালমনিরহাটে তিন এবং পঞ্চগড় জেলার ৬ জন রয়েছেন।