
নিউজ ডেস্কঃ
১দিন আগেও যে রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৫২ জন। কিন্তু আজ বুধবার একসঙ্গে ৪৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৬ জনে দাঁড়িয়েছে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর আজ বুধবার (২৯ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেছেন, সাংবাদিকদের ।জানা যায়, বিভাগের ৮ টি জেলার মধ্যে সর্বোচ্চ ২৮ জনের করোনা ভাইরাস ধরা পড়েছে জয়পুরহাটে। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ জনের করোনা ভাইরাস ধরা পড়েছে বগুড়ায়।
এছাড়া নওগাঁয় ১৭ জন, রাজশাহীতে ১৩ জন, নাটোরে ৮ জন, পাবনায় ৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ২ জন এবং সিরাজগঞ্জে ২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।৮ জেলার মধ্যে শুধু রাজশাহীতে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেনন্দ্রনাথ আচার্য বলেন, এখনো পর্যন্ত বিভাগের করোনা ভাইরাস হটস্পট হয়ে উঠেছে জয়পুরহাট। এই জেলাকে বিশেষ নজরদারিতে রেখেছি আমরা। সার্বক্ষণিক সেখানকার সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
খোঁজ-খবর রাখা হচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের। পাশাপাশি বাড়ছে অন্য জেলাগুলোতেও আক্রান্তের সংখ্যা। তিনি এসময় আরও বলেন, রাজশাহী ল্যাবে অতিরিক্ত নমুনা আসায় সবগুলো পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। তাই কিছু নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকা থেকে ১ দিনে অনেকগুলো রিপোর্ট আসায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হঠাৎ করেই বেড়ে গেছে। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এই স্বাস্থ্য কর্মকর্তা নিজেই।