
নিউজ ডেস্কঃ
বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক আবেদনে সাড়া দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ লাখ টাকা দিচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। এক পত্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) এই সিদ্ধান্ত জানানো হয়েছে বলে জানা যায়। খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) প্রফেসর খাঁন গোলাম কুদ্দুস বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের ১ দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিলিয়ে যৌথভাবে মোট ১৫ লক্ষ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এরপর সবার সম্মতিতে মতামতের ভিত্তিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হচ্ছে ১৫ লক্ষ টাকা।