চন্দনাইশ সমিতি সংযুক্ত আরব আমিরাত ইউএই এর প্রধান উপদেষ্টা আকতার গ্রুপের চেয়াম্যান আলহাজ্ব আকতার হোসেন (সিআইপি) এর ছোট ভাই, আলহাজ্ব দিদারুল আলম বাবুল (৪০) গত ৩ মে, রবিবার, বাংলাদেশ সময় ভোর ৪:২০ মিনিটের সময় রাস-আল-খাইমাহ আল-নাকিল সেইফ হসপিটালে করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, সহ অনেক আত্বীয় স্বজন রেখে যান। ঐ দিনে ইউ.এ.ই সরকারের নিয়ম কাননে দাফন সম্পন্ন হয়।
তিনি চন্দনাইশ পৌরসভা ১নং ওয়ার্ড বদুর পাড়ার হাজী রমিজ আহমদের ৩য় পুত্র। তার এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন চন্দনাইশ সমিতি ইউ.এ.ই এর উপদেষ্ট জাগির হোসাইন সিআইপি, আহবায়ক লায়ন নজরুল ইসলাম তালুকদার, যুগ্ম আহবায়ক হাজী বাদশা মিয়া, আলহাজ্ব রহমত আলী মিন্টু, এনুমিয়া-আয়শা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাহী, আল-হাসনাইন ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহেল রানা, মহাসচিব আলমগীর বঈদী, মোহাম্মদ সবুর, মোহাম্মদ নিকেল গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনদের সমবেদনা জ্ঞাপন করেন।