আন্তর্জাতিক ডেস্কঃ
জাপানের কিছু এলাকায় জরুরি অবস্থা তুলে নেওয়া হতে পারে বলে জানা যায়। দেশজুড়ে মহামারী করোনার সংক্রমণ কমতে শুরু করায় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা। এক সংবাদ সম্মেলনে ইয়াসুতোশি নিশিমুরা জানান, আগামী ১৪ মে এর মধ্যে দেশের বেশ কিছু স্থান থেকে জরুরি অবস্থা তুলে নেওয়া হতে পারে। এর আগে দেশজুড়ে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শিনজো আবে। চলতি সপ্তাহের শুরুতে একটি ঘোষণায় আগামী ৩১ মে পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে দেশের অনেক স্থানেই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।
জাপানে গত কয়েকদিন করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে দেখা গেছে। ফলে পুণরায় সবকিছু ধীরে ধীরে চালু করার পরিকল্পনা করা হচ্ছে জানান তিনি।দেশটিতে এখনো পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ১৬ হাজার এবং মৃত্যুবরণ করছে ৫৫৬ জন। দেশটিতে ৫ তারিখের হিসাব অনুযায়ী করোনায় আক্রান্তের সংখ্যা ১৭৫ জন এবং মৃত্যু হয়েছে ২০ জনের। গত ৪ তারিখের হিসাব অনুযায়ী, নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০১ এবং মৃত্যু হয়েছে ৪৯ জনের। তার আগের দিনের হিসাব অনুযায়ী, আক্রান্তের সংখ্যা ছিল ৩০৬ এবং মৃত্যু হয়েছে ১৩ জন। এদিকে, কোভিড-১৯ সংকটের কারণে জার্মানিতে আরোপিত কিছু কড়াকড়িও শিথিল করা হচ্ছে বলে জানা যায়।
তবে সামাজিক দূরত্বের বিধানসহ কিছু বিধিনিষেধের মেয়াদ আগামী ৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনার পর দেশটির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল এ সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও জার্মানিতে করোনা মহামারির প্রথম পর্যায়ের সমাপ্ত ঘোষণা করেছেন তিনি। এখন পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে করোনা ভাইরাস প্রকোপ ছড়িয়ে পড়েছে। করোনায় আক্রান্ত সংখ্যা ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে স্পেন, ইতালি, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, তুরস্ক, ব্রাজিল, ইরান এবং বেলজিয়াম নেদারল্যান্ড ব্রাজিল ও চীন।