ছাতক প্রতিনিধি:
বিশ্বব্যাপী মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে দুর্ভোগে পড়া ও খেটে খাও দিনমুজুর গরিব অসহায় মানুষের মাঝে রুহুল আমিনের ত্রান সামগ্রী বিতরণ করা হয়। যুক্তরাজ্য লন্ডন মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি, লন্ডন টাওয়ার হ্যামলেন্টসের সাবেক কাউন্সিলার, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, পল্লীবন্ধু স্মৃতিপরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্মআহব্বায়ক ও রুহুল আমিন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। তার ব্যাক্তিগত অর্থায়নে রুহুল আমিন ফাউন্ডেশনের উদ্দ্যেগে আজ (৯ই মে) শনিবার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া, শেওলাপাড়া, চৌকা, ১শতাধিক করোনায় কর্মহীন পরিবারের মাঝে ব্যাক্তি তহবিল থেকে এসব ত্রান সামগ্রী বিতরন করেছেন।
রুহুল আমিনের নিজ বাড়িতে গরীব অসহায় ও করোনায় কর্মহীনদের মাঝে এসব ত্রান সামগ্রী বিতরন করেন রুহুল আমিন ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব আজিজুর রহমান, সাধারন সম্পাদক সাংবাদিক হাসান আহমদ, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুমানসহ প্রমুখ। ফাউন্ডেশনের সাধারন সম্পাদক হাসান আহমদ জানান ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ মোট ১শ’জন এলাকার কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে এই ত্রাণ দেওয়া হয়। আর এই ত্রাণ সামগ্রী বিতরণ পরিস্থিতির উপর বিবেচনা করে ভবিষ্যতে ও অব্যাহত থাকবে। ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে, ডাল ১ কেজি,তৈল ১লিটার, ছোলা ১ কেজি,লবন ১ কেজি,সাবান ১ টি, আলু ২ কেজি, ১কেজি গুর, ১কেজি খাজুর বিতরণ করা হয়।