নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা
শনিবার গলাচিপার পৌর শহরের ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৯হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।এ সময় অপদ্রব্য মেশানোর জন্য ৫০কেজি আম ও ১২০কেজি খেজুর জব্দ করা হয়েছে। জানা গেছে, সামাজিক দূরত্ব বজায় না রেখে বেচাকেনা ও অতিরিক্ত মূল্যে পন্য বিক্রির জন্য গলাচিপা সদর রোডের সোহেল গার্মেন্টস এর মালিক মনির হোসেনকে ৪০হাজার টাকা, জাকিয়া গার্মেন্টস এর মালিক মনিরকে ৩হাজার টাকা এবং ফলে ভেজাল মেশানোর অপরাধে মনির হোসেন,
রফিক গাজী ও ইব্রাহিম নামের তিন ব্যবসায়ীর প্রত্যেককে ২হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানের সময় তাদের দোকান থেকে ফরমানিল যুক্ত ৫০কেজি আম ও তেল মেশানো ১২০কেজি খেজুর জব্দ করে প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছে। এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ রফিকুল ইসলাম।