মোসলেম উদ্দিন( ইমন)
চট্টগ্রাম বিআইটিআইডিতে ২১৭ টি নমুনা পরীক্ষা করা হয়।তার মধ্যে ২২ জনের করোনা পজিটিভ। মহানগরসহ চট্টগ্রামে ১৪ জন, এবং চট্টগ্রাম মহানগরে ১০ জন উপজেলায়- ৪ -এবং বিভিন্ন জেলায় ৮ জন। চট্টগ্রামে ১৪ জন পজিটিভের মধ্যে সীতাকুণ্ড উপজেলা(ভাটিয়ারী ) -১ জন চন্দনাইশ( দোহাজারী)-১ জন,মীরসরাই ( অলিনগর)-১ জন, হাটহাজারী (ডাকবাংলো রোড)-১ জন,চট্টগ্রাম মহানগরীর -১০ জনের মধ্যে আগ্রাবাদ( হাজীপাড়া)-১ জন, হালিশহর-২ জন,নাসিরাবাদ( মেয়রগলি)-১ জন সরাইপাড়া-১ জন,একে খান-১ জন,উত্তর কাট্রলী-১ জন,মুন্সীপাড়া-১ জন,কর্ণেলহাট-১ জন,ফিল্ড হাসপাতাল -১, মোট =১০ জন।২১৭ টি নমুনা পরীক্ষা করে ২২টি পজেটিভ ১৯৫ টি নেগেটিভ।
চট্রগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ( CVASU)তে ৯৭ টি নমুনা পরীক্ষার ফলাফলে ৫৩ টি পজিটিভ। চট্টগ্রাম জেলায় ৩৫,ফেনী জেলায় -৭, লক্ষীপুর জেলায় -৩ এবং নোয়াখালী জেলায় -৮। চট্টগ্রামের ৩৫ টি পজিটিভের মধ্যে-মহানগর -২ ( মনছুরাবাদ ও নিউ মনছুরাবাদ)লোহাগাড়া -১৪ জন,রাংগুনিয়া -১০ জন,সন্ধীপ -৭ জন,বাশখালী -১ জন,রাউজান-১ জন। সর্বমোট =৩৫(চট্টগ্রাম)এখানে ৯৭ নমুনা পরীক্ষা করে ৩৫ টি পজেটিভ বাকি ৪৪ টি নেগেটিভ। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম জেলার ৩ টি নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কোন পজিটিভ ফলাফল নাই।