নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থানে ২৪ হাজার পরিবারের কাছে সেহরি ও ইফতার খাদ্যসামগ্রী বিতরণ করেছে কাশেম-নূর ফাউন্ডেশন। পবিত্র মাহে রমজান উপলক্ষে নগদ অর্থসহ খাদ্যসামগ্রী বিতরণ করে, কাশেম-নূর ফাউন্ডেশন। জানাযায়, করোনাভাইরাসে উদ্ভুত পরিস্থিতিতে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এবং চট্টগ্রাম জেলার বোয়ালখালী, রাউজান, রাঙ্গুনিয়া এলাকায় কোন ভাইরাসের কারণে কমর্হীন হয়ে পড়া মধ্যবিত্ত এবং হতদরিদ্র মানুষের ঘরে ঘরে কাশেম-নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়েছে।এ প্রসঙ্গে কাশেম-নূর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান, হাসান মাহমুদ চৌধুরী বলেন, ‘বিগত বছরের মাহে রমজান মাসগুলোর চেয়ে এবারের প্রেক্ষাপট অনেক টা ভিন্ন।
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় এবার মাহে রমজান শুরুর আগে মানুষ কর্মহীন হয়ে ঘরবন্দি হয়ে যায়। তাই বিষয়টি মাথায় রেখে কাশেম-নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্যাপক হারে নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।’চাদগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতি বি-ব্লকের সভাপতি, হাসান মাহমুদ চৌধুরী আরো বলেন, ‘অন্যান্য বছর রোজাদারদের ইফতার এবং কোরআন তেলোয়াত, কেরাত, হামদ-নাত প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছিল এ ফাউন্ডেশনের উদ্যোগে।
কিন্তু এবার প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে রমজানে আমরা সেই আয়োজন করতে পারিনি। তাই হতদরিদ্র মানুষদের মাঝে নগদ অর্থ, খাদ্যসামগ্রী বিতরণের পরিধি আরো বাড়ানো হয়েছে।’হাসান মাহমুদ চৌধুরী আরো বলেন, ‘আমরা ব্যক্তিগতভাবে এই কর্মসূচিকে দান-অনুদান মনে করছি না। দান অনুদান মনে করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দায়ী থাকবো। এটি বিত্তবানদের কাছে বিত্তহীনদের সম্পদের যে অধিকার রয়েছে তারই ধারাবাহিকতায় সম্পদ বন্টনের নীতিমালার অংশ হিসেবে এসব কর্মসূচি গ্রহণ করছি আমরা। ঈদ পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।
’ চান্দগাঁও আবাসিকের বাসিন্দা এনামুল হক বলেন, কাশেম-নূর ফাউন্ডেশন ফ্রি এম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে সারা বছর নগরী ও বিভিন্ন উপজেলা থেকে হাসপাতালে রোগী পৌঁছে দেয়। এছাড়াও করোনা ভাইরাস দূর্যোগে মানুষের মধ্যে আতঙ্ক না ছড়িয়ে সচেতন হওয়ার জন্য লিফলেট, ফেস্টুন প্রকাশসহ ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে। এলাকা পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি রাস্তায় জীবানুনাশক ছিটানো ও ধুলাবালি মুক্ত পরিবেশ রাখতে ব্যাপক ভূমিকা রাখছে এ ফাউন্ডেশন।তারা তারা চাদগাঁও আবাসিক এলাকার মানুষদের সচেতন করতে চাঁদগাঁও আবাসিক এলাকা বি ব্লক এর একটি ফেসবুক পেজ থেকে সব সময় মানুষকে সচেতন করে আসছেন এই সংগঠনটি।