
মোঃ বাকি বিল্লাহ্ চৌধুরী :
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রামের স্হায়ী বাসিন্দা “বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন”এর বাঁশখালী শাখার সভাপতি মাস্টার হাবিবুর রহমান বাইক দুর্ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় ইন্তেকাল করেন। এর আগে আজ রবিবার বিকেলে ৪টা নাগাদ আনোয়ারা তৈলারদ্বীপ এলাকায় সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন। দুর্ঘটনায় তার মোটর সাইকেলটিও পুড়ে গেছে।
তাকে প্রথমে আনোয়ারা সরকারী হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মাস্টার হাবিবুর রহমান বাঁশখালীর নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে চট্টগ্রাম শহরের বাসায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনার শিকার হন।