
আন্তর্জাতিক ডেস্কঃ
প্রতিবেশী দেশ ভারতকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন নেপালের প্রধানমন্ত্রী,ভারতের রাজধানী নয়াদিল্লির দাবিকৃত বিতর্কিত ভূখণ্ডকে নিজ দেশের মানচিত্রে যুক্ত করার পর ভারতকে কড়া ভাষায় কটাক্ষ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি অলি। দেশটির সংসদে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন, ভারত থেকে আসা ভাইরাস চীনা এবং ইতালীয় ভাইরাসের চেয়ে বেশি প্রাণঘাতী। একই সঙ্গে নেপালে করোনাভাইরাস ছড়িয়ে দেয়ার অভিযোগ করেছেন নেপালের এ প্রধানমন্ত্রী।
সংসদে দেয়া ভাষণে কেপি অলি বলেন, যারা অবৈধপথে ভারত থেকে নেপালে আসছেন, তারাই আমাদের দেশে করোনাভাইরাস ছড়িয়ে দিচ্ছে। যথাযথ পরীক্ষা ছাড়া অবৈধপথে লোকজনকে ভারত থেকে দেশে আনার জন্য স্থানীয় কিছু জনপ্রতিনিধি এবং দলীয় নেতা দায়ী এসময় তিনি আরও বলেন কিসের কারণে দলীয় নেতারা ভারতের নাগরিকদের নেপালের ঢুকতে দিচ্ছে তা বুঝা যাচ্ছে না। বাইরে থেকে লোকজন ব্যাপক পরিমাণ আসায় কোভিড-১৯ করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। বর্তমানে ভারতীয় ভাইরাস, চীন এবং ইতালির করোনাভাইরাসের চেয়ে বেশি প্রাণঘাতী। অনেক বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।
নেপালের প্রধানমন্ত্রীর এসব সমালোচনা ভারতের নয়াদিল্লির কর্মকর্তারা বিস্ময় প্রকাশ করেছেন।প্রতিবেশি এ দুই দেশের অমীমাংসিত ভূখণ্ড কালাপানিতে ভারতের একটি সড়ক নির্মাণ ঘিরে বেশ কিছুদিন ধরে উত্তেজনা দেখা দিয়েছে। একদিন আগে নেপালের মন্ত্রিসভার বৈঠকে কালাপানিকে নিজ দেশের ভূখণ্ড হিসেবে যুক্ত করার সিদ্ধান্ত হয়।এই সিদ্ধান্তের একদিন পর সংসদে দেয়া ভাষণে নেপালের প্রধানমন্ত্রী কেপি অলি বলেন, কালাপানি-লিমপিয়াধুরা-লিপুলেখ এলাকাকে যেকোনও মূল্যে ফিরিয়ে আনবে নেপাল। বিতর্কিত এই এলাকাকে নিজেদের বলে দাবি করে আসছে ভারত।
ভারত এবং নেপালের উন্মুক্ত সীমান্ত রয়েছে প্রায় এক হাজার ৮০০ কিলোমিটার। ১৯৬২ সালে চীন-ভারত যুদ্ধের পর থেকে কালাপানি-লিমপিয়াধুরা এলাকায় সেনাবাহিনী মোতায়েন রেখেছে ভারতের নয়াদিল্লি। কৌশলগত গুরুত্বপূর্ণ এই এলাকাকে নিজ ভূখণ্ড বলে দাবি করছে নেপাল। গত ৮ মে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উত্তরাখণ্ডের লিপুলেখ পাসের সঙ্গে কৈলাশের মনসারোভার এলাকার মধ্যে সংযোগ স্থাপনকারী একটি নতুন সড়কের উদ্বোধন করেন। নেপাল এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সেখানে একটি নিরাপত্তা চৌকি বসানোর ঘোষণা দেয়।