১৩নং পাহাড়তলী ওয়ার্ডে বিনামূল্যে ঈদ বাজার উদ্বোধনকালে মোহাম্মদ হোসেন হীরণ মানবিক কাজে মাস্টার লেইন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগ প্রশংসনীয় খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক ও ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন হীরন বলেন, মানবিক কাজে সমাজের বিত্তশালীরা যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে সমাজের হতদরিদ্র মানুষ গুলো উপকৃত হবে এবং এলাকার বিভিন্ন রাষ্ট্রীয় জাতীয় দিবস পালনসহ এলাকার মানবিক কাজে মাস্টার লেইন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগ প্রশংসনীয়। ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে মাস্টার লেইন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে বিনামূল্যে ঈদ বাজার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
বিনামূল্যে ঈদ বাজারে যে কেউ সামাজিক দূরত্ব বজায় রেখে যে কোন একটি পছন্দনীয় পণ্য বিনামূল্যে সংগ্রহ করতে পারবে। এই ঈদ বাজার প্রতিদিন বিকাল ৪টা হতে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। এজন্য এলাকার সচেতন তরুণ সমাজকে দায়িত্ব পালন করার জন্য প্রধান অতিথি এ আশাবাদ ব্যক্ত করেন। পরিষদের সভাপতি মো: আবুল কাশেম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মুক্তার হোসেনের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন নিউএরা লি:’র নির্বাহী পরিচালক স য় কুমার দে, ঝাউতলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল স্বপন, পরিষদের কার্যনির্বাহী সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।