নিউজ ডেস্কঃ
বিশ্বব্যাপী মহামারী প্রাণঘাতী করোনাভাইরাসে এবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফ মাহমুদ (অপু) তিনি একই সঙ্গে ডেঙ্গু ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শরীরে জ্বর অনুভব হলে প্রথমে তাকে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে ডেঙ্গু টেস্ট করতে দিলে ডেঙ্গু পজিটিভ আসে। পরের দিন পুলিশের তত্ত্বাবধানে শের ই বাংলা নগর বালিকা মহাবিদ্যালয়ে করোনা স্যাম্পল দিলে বৃহস্পতিবার তাঁর করোনা ভাইরাসও পজিটিভ চলে আসে। তিনি বর্তমানে তাঁর ধানমন্ডির বাসায় আইসোলেটেড হয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নিচ্ছেন।
যে করোনা ভাইরাসের কারণে দেশে চলমান সাধারণ ছুটিতে প্রায় প্রতিদিন অফিস করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। করোনা ভাইরাসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পোশাক শিল্প সংক্রান্ত মোট তিনটি সভাসহ বিভিন্ন ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সভা হয়েছে। তা ছাড়াও মন্ত্রণালয়ের ২ বিভাগ (জননিরাপত্তা ও সুরক্ষা সেবা) করোনার বিস্তার ঠেকাতে এবং সাধাণ মানুষকে সচেতন করতে যে ‘ সমন্বয় সেল’ গঠন করেছে সেখানে প্রতিদিন সমন্বয় সেলের বিস্তারিত তথ্য গণমাধ্যমে জানানোর দায়িত্বে ছিলেন মোহাম্মদ শরীফ মাহমুদ। তাঁর ডেঙ্গু ও করোনাভাইরাস এক সাথে পজিটিভ আসায় বিষয়ে গত রাতে তিনি তাঁর নিজের ফেসবুকে আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন।