আন্তর্জাতিক ডেস্কঃ
ভয়াবহ ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষয়ক্ষতি দেখতে আজ শুক্রবার পশ্চিমবঙ্গ ও ওডিশা রাজ্য সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্য পরিদর্শনের জন্য আহ্বান জানিয়েছেন। মমতা বলেন, সুপার সাইক্লোন আম্ফানে এক লক্ষ কোটি রুপি ক্ষতি হয়েছে রাজ্যের। এসময় হেলিকপ্টারে করে দুর্গত এলাকা পরিদর্শন করার কথা বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন, আম্ফানে রাজ্যের অনেক এলাকা একেবারে তছনছ হয়ে পড়েছে৷ সেই ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণের জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজ্যে আসার অনুরোধ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৷
আম্ফানের আঘাতের পর পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে রাজ্য সরকারের সদর দফতর নবান্নে মমতা জানান, ‘আমি আমার জীবনে এমন ভয়াবহ ঘূর্ণিঝড় ও ধ্বংসের মুখোমুখি হইনি। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘূর্ণিঝড় আম্ফানে দুর্গত অঞ্চলগুলো দেখে যাওয়ার অনুরোধ করছি।’এরপর মোদি নিজের গভীর দুশ্চিন্তা ও আশঙ্কার কথা উল্লেখ করে টুইট বার্তায় জানান, ‘পশ্চিমবঙ্গে আম্ফানের তাণ্ডবের ছবি দেখেছি। চ্যালেঞ্জিং এই সময়ে গোটা দেশ পশ্চিমবঙ্গের পাশে রয়েছে। রাজ্যের সব মানুষের সুস্থতা কামনা করি। সেখানে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।’
ভয়াল ঘূর্ণিঝড় আম্ফানে তছনছ হয়ে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অতি প্রবল এই ঘূর্ণিঝড়টি রাজ্যটিতে আঘাত হানে বলে জানিয়েছেন দেশটির আবহাওয়া অধিদপ্তর। তখন এর গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ ১৮৫ কিলোমিটার। রাত ৮টায় কলকাতায় আঘাত হানা সেই ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৩৩ কিলোমিটার। ফলে লন্ডভন্ড পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতাসহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং পূর্ব মেদিনীপুরে। এছাড়া হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের অবস্থাও ভয়াবহ। অতি প্রবল এই ঘূর্ণিঝড়ে পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা ৭২ জনে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের প্রতি পরিবার পিছু ২ লক্ষ ৫০ হাজার রূপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মমতা ব্যানার্জী। বিপর্যস্ত জেলা পুনর্গঠনে এক হাজার কোটি রূপির তহবিল গঠন করার কথাও বলেছেন তিনি।