গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা
‘ঈদের আনন্দ হোক সবার জন্য’ এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ মানবাধিকার কমিশন গলাচিপা উপজেলা ও পৌর শাখার উদ্দ্যোগে গরীব, দুঃখী ও মেহনতী ২শত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার সকালে গলাচিপা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায়দের হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন গলাচিপা উপজেলা শাখার সভাপতি এ্যাড. মোঃ শামিম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন শিল্পপতি,
সমাজসেবক ও মানবাধিকারকর্মী গিয়াস উদ্দিন জুলহাস, পৌর কমিটির সভাপতি ডাঃ এস বিমল, গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও উপজেলা কমিটির সহ সভাপতি মোঃ হারুন অর রশিদ, প্রভাষক ও সদস্য আব্দুছ ছালাম, শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, নাজমুন নাহার, জান্নাত আরা সুমা, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, সাংবাাদিক সোহাগ রহমান, পৌর কমিটির সাধারণ সম্পাদক সাকিব হাসান,মানবাধিকার কর্মী মোঃ সোহেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আবদুল বারী খান।