ছাতক প্রতিনিধি:
মুড়ি খেয়েই রোজা পালন করছেন ছাতকে পঙ্গু ও প্রতিবন্ধী ৬সদস্য পরিবার সরকারি থেকে কোন সাহায্য না পাওয়ার এমন এ খবর প্রকাশের পর পঙ্গু প্রতিবন্ধিদের পাশে দাড়িয়েছেন যুক্তরাজ্য লন্ডন মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি, লন্ডন টাওয়ার হ্যামলেন্টসের সাবেক কাউন্সিলার, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, পল্লীবন্ধু স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্মআহব্বায়ক ও রুহুল আমিন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন।
গত শুক্রবার বিকালে উপজেলাধীন ভাতগাও ইউনিয়নের বরাটুকা হাসনাবাদ গ্রামে মৃত মরম আলীর পুত্র আজাদ মিয়া (৫০) আজাদ মিয়া তার বড় বোন আবেছরি পুঙ্গ ও
প্রতিবন্ধীদের মাঝে এসব ঈদ উপলক্ষে এ খাদ্য সামগ্রী বিতরন করেছেন।ঈদ উপহার নগদ অর্থ বিতরন কালে, ছাতক প্রেসক্লাবেরর সাধারন সম্পাদক দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন রনি, রুহুল আমিন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সাংবাদিক হাসান আহমদ, সুনামগঞ্জ জেলা অটোটেম্পু, অটোরিক্স,
বেবীটেক্সী শ্রমিক ইউনিয়নের মেম্বার খছরু মিয়া, আমির উদ্দীন ও ডালিম হোসেন প্রমুখ। নগদ অর্থ ও ঈদের খরছ, হাতে পেয়ে পুঙ্গ ও প্রতিবন্ধী আজাদ মিয়া তার বড় বোন আবেছরি কান্না জড়িত কন্ঠে বলেন, সাংবাদিকের সহযোগিতায় আমাদের পাশে লন্ডন থেকে যে রুহুল আমিন আমাদের পাশে দাড়িয়েছেন, আমরা তাইনর দেয়া নগদ টাকা খরছ হাতে পেয়েছি আমরা সবাই তাইনর লাগি দোয়া করছি, তাইনর মা বাবা, বউ, বাচ্ছা সকলের লাগি আমরা দোয়া করমু। ঈদ উপহারে রয়েছে, তেল, পিয়াজ, রসুন দুধ, চিনি, ময়দা, গুড়, সেমাই, লাচ্ছি, চিনি, বিষ্কুট ও নগদ ৫হাজার টাকা তাদের হাতে পৌছিয়ে দেয়া হয়। এসব পেয়েই তারা মহা খুশি!