ছাতক প্রতিনিধি:
দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে করোনা মোকাবিলায় বাংলাদেশ পুলিশের ভূমিকা অনস্বীকার্য। জীবনের মায়া ত্যাগ করে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে সামাজিক দূরত্ব নিশ্চিত ও লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পুলিশ সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন।সারাদেশ যখন ঈদের আনন্দে ভাসছে, পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে
সারাদেশবাসী যখন ছুটছে নাড়ীর টানে, ঠিক এমনই এক সময় করােনার কালে জীবনের ঝুকি নিয়ে ঈদের রাত্রিতে ছুটিতে না গিয়ে দায়ীত্ব পালন করছে পুলিশ বাহীনি।
ছাতক থানার এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে এএসআই মোহাম্মদ আলী এবং থানার অফিসার ফোর্স করোনা প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতসহ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখার স্বার্থে এবং চুরি ডাকাতি রোধে ছাতক থানা পুলিশের সুনামগঞ্জ জেলার প্রবেশ পথ ছাতক থানা এলাকায় সর্তক অবস্থানে থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখার স্বার্থে তৎপর রয়েছে পুলিশ।