জীবনের সন্ধানে
…..মাহাবুব আহমেদ
ছায়া ঢাকা অন্ধকারে
মৃত্যু গেড়েছে আস্তানা
শিশির ভেজা ক্ষেত বাঁচিয়ে
জীবন খুঁজে কুয়াশা ঢাকা আলপথ।
ভোরের আলো রোদের মুকুট পরে
মেঠো পথ হাওয়ায় মিষ্টি গন্ধ
শুঁকতে শুঁকতে দূর্বা ঘাসের পথ মাড়িয়ে
একাকী পথিক নিয়েছে বাঁচার শপথ।
নিঃসঙ্গ পৌষের চাঁদ
স্বচ্ছ জল আয়নায় দেখে আপন প্রমাদ জনহীন আঁকাবাঁকা জনপথ
ছুঁয়ে যায় গ্রামের মেঠো পথ।
হাড় হিম করা ঠান্ডা দাঁড়িয়ে
আমি একা একা অন্ধকারে
আনাচে-কানাচে খুঁজি শুধু
নিখাদ ভালোবাসা।