
মরহুম বদিউল আলম চৌধুরী ১০ তম মৃত্যু বার্ষিকী আগামী ১০ অক্টোবর ২০১৮ ইংরেজি ভাষা সৈনিক রাজনীতিবিদ সমাজসেবক ও চট্টগ্রামের কৃতী সন্তান ও চট্টগ্রাম এর ঐতিহ্যবাহী (উত্তর কাট্টলী নাজির বাড়ী) পরিবারের কৃতি সন্তান মরহুম বদিউল আলম চৌধুরীর একাদশ মৃত্যু বার্ষিকী। তিনি ১৯৫২ সালে মহান ভাষা
আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি তমুদ্দুন মজলিসের প্রবীণ সদস্য ছিলেন। ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনে তৎকালীন সরকারের বিরুদ্ধে জনমত গড়ে যুক্তফ্রন্টকে বিজয়ী করার পেছনে তাঁর অবদান অতুলনীয়। তিনি খেলাফতে রব্বানী পার্টি চট্টগ্রাম জেলার দীর্ঘদিন সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ডেমোক্রেটিক ওয়ার্কাস ফ্রন্টের সক্রিয় কর্মী, ১৯৭৬ সালে ইসলামী ডেমোক্রেটিক লীগ বৃহত্তর চট্টগ্রামের সিনিয়র সহ-সভাপতি, চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক কর্মকান্ডে সক্রিয় ছিলেন। তিনি চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও উক্ত প্রতিষ্ঠানের দুই বার বোর্ড অব গভর্ণরস এর সদস্য নির্বাচিত হন এবং উক্ত প্রতিষ্ঠানের আজীবন সদস্য ছিলেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা সাংস্কৃতিক প্রতিষ্ঠান মুসলিম এডুকেশন সোসাইটির আজীবন সদস্য, ১৯৬৪ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত নির্বাহী পরিষদের সদস্য, ১৯৮৫-৮৬ সাল থেকে ২ বৎসর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কুখ্যাত সাটানিক ভার্সেস প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক, চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন পরিষদের প্রথম সহ-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সন্ত্রাস প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক ও আহ্বায়ক, হযরত মঈনুদ্দীন শাহ (রাঃ) মাদ্রাসার সহ-সভাপতি, হযরত সুলতান আরেফীন বায়েজীদ বোস্তামী (রাঃ) দরগাহ ও মসজিদ এর কার্যকরী কমিটির সদস্য, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সদস্য, কাট্টলী জাকেরুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ট্রেজারার, বাংলাদেশ সরকারের চাঁদ দেখা কমিটির সদস্য, ঈদ জামাত কমিটির সদস্য ছিলেন। এছাড়া শিক্ষা ক্ষেত্রে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। তিনি উত্তর কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এবং মৃত্যুবরণ পর্যন্ত বিভিন্ন মেয়াদে স্কুলের সহ-সভাপতি, ঐতিহ্যবাহী সেন্ট প্ল্যাসিডস হাই স্কুলের পরিচালনা পরিষদের সদস্য, কাট্টলী নুরুল হক চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুনঃ প্রতিষ্ঠাতা ও দীর্ঘ ১৮ বছর সভাপতি ছিলেন। জমিদার ফয়েজ আলী চৌধুরী মোমোরিয়াল কিন্ডার গার্ডেন এর প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের সভাপতি ও সদস্য ছিলেন। তিনি ১৯৭৯ সালে সম্মিলীত বিরোধী দল গণফ্রন্টের মনোনীত প্রতিনিধি হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। মরহুমের একাদশ মৃৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাষা সৈনিক মরহুম বদিউল আলম চৌধুরী মোমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে মরহুমের কাট্টলীস্থ দারুছ সালাম জামে মসজিদে বিকাল ১১ টায় খতমে কোরান, মিলাদ, দোয়া ও মোনাজাত এবং বিভিন্ন এতিমখানায় তবারুক বিতরণ করা হইবে।