(পটুয়াখালী)
সংবাদ প্রচারে মিথ্যা বক্তব্য প্রচারের অভিযোগ করেছে গলচিপা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও নয়াদিগন্তের উপজেলা প্রতিনিধি হারুন অর রশিদ। রবিবার গলাচিপায় কতিপয় সাংবাদিক বেশ কয়েকটি নিউজ অনলাইল পোর্টাল ও সংবাদপত্রে “গলাচিপায় জেলে নিজাম হয়রানি মামলা খেয়ে মানবতার জীবন যাপন পরিবারটি দিশেহারা” হেডলাইন দিয়ে নিউজ করেছে। সংবাদে হারুন অর রশিদ এর নামে বক্তব্য লেখা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এ ঘটনায় গলচিপা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও নয়াদিগন্তের উপজেলা প্রতিনিধি হারুন অর রশিদ তার ফেসবুক পেইজে লিখেছেন– গলাচিপা উপজেলার কিছু সাংবাদিকের লেখা “জেলে নিজামের পরিবার মানবতার জীবনযাপন’’ এই নিউজে আমার বক্তব্য দেয়া হয়েছে। এটা আমার বক্তব্য নয় । এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের হীন কাজ না করার জন্য অনুরোধ জানাচ্ছি।