ছাতক প্রতিনিধি:
ছাতকে হযরত শাহসুফি মোজ্জাম্মিল আলি (রহ:) দাখিল মাদরাসা থেকে ২০২০ সালে দাখিল পরিক্ষায় অংশ নিয়ে কাজী এমদাদুল হক সিদ্দিকী জিপি-এ ৪.৫৬ পেয়েছে। এ প্রতিষ্ঠানে ৩৭ জন পরিক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ৩৫ জন। A৬টি, A মাইনাস ১৩টি ও B ১৬টি। এদের মধ্যে সবার সেরা কাজী এমদাদ। সে দৈনিক ইনকিলাব ও দৈনিক শ্যামল সিলেট পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজার ভাতিজা।
এমদাদ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী প্রতাপপুর গ্রামের বাসিন্দা, দুবাই প্রবাসী কাজী ফরহাদ মিয়া স্বাধীন ও গৃহিণী মিনারা বেগমের পুত্র। লেখা পড়া করে মুফতি ও মুহাদ্দিছ হতে আগ্রহী কাজী এমদাদ সকলের কাছে দোয়া প্রার্থী। এ সাফল্যের জন্য সে প্রতিষ্ঠান প্রধান মুফতি মাওলানা অাব্দুস সালামসহ সকল শিক্ষকবৃন্দ ও পিতা-মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।