নিউজ ডেস্কঃ
দুই মাস ১৫ দিন সারাদেশে করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকার পর চট্টগ্রাম থেকে শুরু হয়েছে ট্রেনের যাত্রা। আজ রবিবার (৩১ মে) সকালে সাধারণ বন্ধ শেষে প্রথম বারের মত চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্য রওনা দেয় যাত্রীবাহী ট্রেন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের। স্বাস্থ্যবিধি মেনে প্রথম যাত্রায় ৩৮৭ জন যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায় চট্টগ্রাম থেকে। দ্বিতীয় দফায় বিকেল ৫টায় চট্টগ্রাম ছেড়েছে সোনার বাংলা ট্রেন ঢাকার উদ্দেশ্য।রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, রেল মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী এক সিট পর পর যাত্রী বসানো হয়েছে। স্টেশনে যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে চলতে মাঠে আছে আরএনবি এবং জিআরপির সদস্যরা।
সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে ৪৫৪ সিটের মধ্যে বিক্রি হয়েছে ৩৮৭টি। সিট একইভাবে বিকেল ৫টায় চট্টগ্রাম থেকে ছেড়েছে সোনার বাংলা এবং রাত সাড়ে ১০টায় উদয়ন চট্টগ্রাম ছেড়েছে।রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় স্টেশনে ব্যবস্থাপনার উপর জোর আরোপ করা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পাশাপাশি দুটি সিটে একজন বসানো হচ্ছে।’
আরএনবি ইন্সপেক্টর আমান উল্লাহ আমান জানান, করোনা পরিস্তিতিতে আরএনবি’র প্রতিটি সদস্যকে বিশেষ সর্তকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও সামাজিক ও শারীরিক দূরুত্ব রক্ষায় সার্বক্ষণিক নজরদারি রয়েছে।করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সারা দেশের মত চট্টগ্রামেও গত ২৪ মার্চ থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করা হয়েছিল। পরে সীমিত আকারে খুলে দেওয়া হয়েছিল কিছু পণ্যবাহী ট্রেনের চলাচল। দীর্ঘদিন পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বল্প পরিসরে যান চলাচলের অনুমতি মিলেছে। ফলশ্রুতিতে (৩১ মে) রবিবার থেকে সস্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে স্বল্প পরিসরে ট্রেন চালুর সিদ্ধান্তের কথা জানিয়েছিল বাংলাদেশ রেলওয়ে।