
রংপুর প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলায় ১০ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে রংপর মেট্টোপলিটন গোয়েন্দা পুলিশ।আজ সোমবার (১ জুন) ভোররাতে রংপুর নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের পিটিসি মসজিদের সংলগ্ন এলাকা থেকে ওই দুই যুবকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (ডিবি এ্যান্ড মিডিয়া) আলতাব হোসেন।আটককৃত যুবকরা হলেন- লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সিংগিমারি ক্লিনিক পাড়ার আব্দুল সাইফুল ইসলাম লেবু (২৫) ও প্রামাণিক পাড়ার রাশেদুল ইসলাম (২৪)।
আলতাব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ সোমবার ভোররাতে ওই ২ যুবককে আটক করা হয়। এসময় তাদের ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোর্শেদ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন বলেও জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (ডিবি এ্যান্ড মিডিয়া) আলতাব হোসেন।