বন্ধু”?
?এ কে এম, কামাল হোছাইন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
তুমি, হে বন্ধু আমার সদা সুখে থেকো
শয়নে-স্বপনে এই মোর বাসনা,
বহু- দিবসে হাজারো লোকের
ভিড়ে আজও খুঁজি তোমায় হে- বন্ধু।
তুমি ছিলে সাথে সদা শৈশব- কালে
মন মাতানো স্মৃতি আছে মিশে,
ছিলো কত অভিমান বন্ধু- বন্ধু
আজও কাঁদি নিরবে সে দিনের পক্ষে।
শৈশব- কালে পাঠশালায় কত ছিলো
পর্ব নানান- সাজান আয়োজন,
করেছি কত- অভিনয় ছদ্মবেশে
হবেনা দেখা সেই দুরন্ত সুস্বর- শৈশব।
ছুটির দিনে বন্ধুর- ডাকে সারাবেলা
নাখেয়ে খেলার তালে মিশে থাকা,
ফাঁকি দিয়ে- ক্লাস পালিয়ে- স্কুল
চায়ের দোকানে চলতো মহা- আড্ডা।
মোদের শৈশব ছিলো ভালোই- ছিলো
ভালোবাসা ছিলো- নির্ভেজাল,
কাঁধে কাঁধ মিলিয়ে এক সাথে
যাহা পায় মিলে- মিশে খেয়ে চলতাম।
এক’ই উদরে জন্ম না হয়ে তবুও ভাই
ধনী- গরিব নেইকো ভেদাভেদ,
রেখে-গেছো বন্ধু নিস্বার্থ বিশ্বাস
সুখে- থেকো ভালো- থেকো হে- বন্ধু।
দুরন্ত শৈশব থেকেই অনাগত সর্ব বন্ধু
যেথায় থেকো সদা ভালো থেকো,
জীবন যেন বয়ে যায় দশের তরে
খোদার কাছে আমি অধমের প্রার্থনা।