মাহমুদুল হাসান টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল ডিসি লেক তরুণ প্রজন্মকে আকৃষ্ট করে না একসময়ের জনপ্রিয় এই পার্কে এখন মানুষ নেই বললেই চলে
টাঙ্গাইল ডিসি লেক । এক সময় এই লেকটির সৌন্দর্য্য দেখার জন্য টাঙ্গাইল জেলাসহ অন্যান্য জেলার শিশু কিশোর অভিবাবকগণ প্রতিদিন আসতেন। এখনো যে আসে না তা নয়। এমন দিন ছিলো না ২০ হাজার টাকা আয় হতো । টিকিট মাষ্টার আরো জানান এখন আর আগের মত হয় না। তবে মাঝে মধ্যে হয় শুক্রবার হলে।
প্রশ্নে টিকিট মাষ্টার জানান প্রতি টিকিটের মুল্য ১০ টাকা। আর এর আয় দিয়ে লেকের পরিচর্য্যাসহ আমদের বেতনভাতাদি পরিশোধ কর হয়। কেনো হঠাৎ করে আয় কমেগেলে প্রশ্ন করা হলে জানান পাশেই আর একটি লেক এসপি লেক হয়েছে। যেখানে জনসাধারনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। টিকিট বিহীন তাই তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা ওখানেই বেশী যাচ্ছে। টাকা দিয়ে টিকিট কাটতে হয় না, আর এখানে টাকা দিয়ে প্রবেশ করতে হয়। ফলে তরুণদের এখন আর ডিসির লেক আকৃষ্ট করে না। তথ্যে আরো জানা যায় এসপি লেকটি জেলা পুলিশ সুপার মহোদয় নিজস্ব পুলিশ বাহিনীর সদস্যদের দিয়েই লেকটি পরিস্কার রাখা থেকে সৌন্দর্য্য বৃদ্ধির সকল কর্মকান্ড করে থাকেন। অন্য দিকে জেলা প্রশাসকের অফিস লেকটির আয় দিয়েই সব মে ইন্ট টেন্ট করে থাকেন, বলেই টিকিট পদ্ধতিতে লেকটি পরিচালনা করছেন বলে টিকিট মাষ্টার জানান।