সড়কপথে যেমন মানুষ নিরাপদ নয় ঠিক তেমনি এখন রেলপথেও মানুষ আজকাল নিরাপদ নয়। এই নিরাপদ না থাকার নেপথ্য শুধু একটি জিনিস কাজ করে তা হলো দায়িত্বের অবহেলা।
মানুষ সৃষ্টির সেরা জীব। পৃথিবীতে আল্লাহ তায়ালা যা কিছু সৃষ্টি করছেন, তা কেবল মাত্র মানব জাতির কল্যাণে। তাই প্রত্যেকটা মানব জীবনের মূল্য অপরিসীম। কথায় অাছে, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি কিন্তু আমাদের দেশে সেটার বিপরীত দিকটাই বেশি পরিলক্ষিত হয়। আপনি যদি প্রতিদিনের খবরের কাগজ কিংবা টেলিভিশনের সংবাদের চ্যানেল গুলো দেখেন, তবে বিষয়টি পানির মত পরিষ্কার হয়ে যাবে। বেশিদিন অাগের ঘটনা নয়, বিকেলের প্রত্তাপ ছাড়ানো রোদে দুই বন্ধু হাটছিল মুরাদপুর-অক্সিজেন রোডের হামজারবাগস্থ রেল পথ পারাপার হওয়ার কিঞ্চিৎ পূর্বে অল্পের জন্য বেঁচে গিয়েছিল নিশ্চিত একটি মর্মান্তিক দুর্ঘটনা থেকে। আর এর জন্য দায়ী গেইট ম্যান আর তার অসচেতনতা। তার এই সামান্য অসচেতনতার জন্য হারিয়ে যেতে পারত দুইটি জীবন, তাদের পরিবার হারাত তাদের বেঁচে থাকার সম্বল। সরেজমিনে গিয়ে জানা গেল যে, গাফেলতি শুধুমাত্র গেইট ম্যানের নয় বরং গেইট ম্যানের পাশাপাশি রেল চালকেরো ছিল..
অবহেলা মুক্ত হোক রেলপথ, বাঁচুক তাজা প্রাণ।