
মোঃ তাজুল ইসলাম মিয়াজী:ওমান প্রতিনিধি
ওমানে শক্তিশালী ঘূর্ণিঝড় ওমান সালালাহ্ গত কাল বৃহস্পতি হইতে শক্তি শালি লোবান ঘূর্ণি ঝড়ে আক্রমণে সালালাহ্ হাওয়া ও বালু ঝড় বইছে,
এতে আজ শুক্রবার মধ্য রাত হতে শনিবার ও রবিবার শক্তি শালি সুনামির লোবান ঘৃণি ঝড়ে আক্রমণের আশংকা রয়েছে, তাই আগে থেকে সব প্রস্তুতি নিচ্ছে ওমানিরা,
ওমানিদের সাথে কথা বলে জানা যায়, আগের চেয়ে এবার একটু বেশী হবার আশংকা বেশী বলে জানান তারা,
এতে ওমান সালালাহ্ গতকাল বৃহস্পতিবার হইতে বালু হাওয়া বইছে, চার দিগ একটু অন্ধ কারে ডেকে রয়েছে।
এতে ওমানিরা সকল দেশের কাছে দোয়া চেয়েছে, যাতে এই সুনামির লোবান থেকে আল্লাহ্ সবাই রক্ষা করে।
জানা যায় শক্তি শালি লোবান ওমান সালালাহ্ হয়ে ইয়েমেনের দিগে আক্রমণে আশংকা বেশী বলে জানা যায়, এতে ইয়েমেনের আবহাওয়া বর্তা অধিদপ্তর জানান লোবানে আক্রমণে ইয়েমেন বড় দরনের ক্ষতি আনবে বলে জানান ।
এবং সুনামি লোবান ঘৃর্ণিঝড় ওমান থেকে ৫ শত কিলোমিটার দূরে রয়েছে বলে জানা যায়,
এদিগে ওমানিরা নিরাপদ জাগায় চলে গিয়েছে অনেকই, এতে সকল বাংলাদেশীদের যারা সাগরের পাশে আছে তাদের কে বলা হচ্ছে, যাতে নিরাপদ স্থানে চলে যায়।