![](https://ajanabangladesh.com/wp-content/uploads/2022/03/life2.gif)
জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মানুষের জীবনমান উন্নয়নে নানা খাতে ব্যাপক আর্থিক অনুদান দিয়ে যাচ্ছেন। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। একমাত্র আল্লাহ পাকই পারেন এই গজব থেকে আমাদের মুক্তি দিতে। এজন্য সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। তিনি রোববার (৭ জুন) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা বাগানের ২২০০ দরিদ্র চা শ্রমিক পরিবারের মাঝে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নগদ ৫ হাজার টাকা করে এককালীন ১ কোটি ১০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। রোববার সকাল সাড়ে ১১টা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত কমলগঞ্জর সদর,
মাধবপুর, ইসলামপুর ও আলীনগর ইউনিয়নের ১৬টি চা বাগানের দরিদ্র পরিবারের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মার পরিচালনায় এসব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান,
মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল, ইউপি সদস্য, বিভিন্ন চা বাগানের প ায়েত নেতৃবৃন্দ ও দলীয় নেতৃবৃন্দ।কমলগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের ব্যবস্থাপনায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় কমলগঞ্জের ১৭টি চা বাগানের ২১১৩টি দরিদ্র চা শ্রমিক পরিবারের মাঝে আর্থিক সহায়তার এই চেক প্রদান করা হয়েছে। রোববার কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান, মাধবপুর চা বাগান, কুরমা চা বাগান, চাম্পারায় চা বাগান,
বাঘাছড়া চা বাগান, কুরঞ্জী চা বাগান, আলীনগর চা বাগান, সুনছড়া চা বাগান, কামারছড়া চা বাগান, দলই চা বাগান, পাত্রখোলা চা বাগান, শ্রীগোবিন্দপুর চা বাগান, মদনমোহনপুর চা বাগান, নন্দরানী চা বাগান, নুরজাজাহান চা বাগান ও পদ্মছড়া চা বাগানের ২২০০ দরিদ্র চা শ্রমিক পরিবারের মাঝে পরিবার প্রতি এককালীন ৫০০০ হাজার করে মোট ১ কোটি ১০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।