চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশা গ্রামের পেয়ার মোহাম্মদ আলীর বাড়ীতে গতকাল রাত আনুমানিক রাত ১২ঃ৪০মিনিট এর দিকে,ঘরের পেছনে অবস্হিত গোয়ালঘর এর মধ্যে মশার কয়েল দেওয়ায় ওখান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়। উক্ত বাড়িতে পাঁচটি বসতঘর একেবারে পুড়ে ছাই হয়ে গেছে।” মরার উপর খরার ঘা” মহামারী করোনার ভিতর এমন একটি বিপদে ঘরবাড়ি সবকিছু হারিয়ে পাঁচটি পরিবার এখন নিঃস্ব হয়ে হতাশাগ্রস্থ ভাবে জীবন যাপন করছে বলে জানা গেছে।
এতে পুরো এলাকায় শোকের মাতন বইছে এ দুর্ঘটনায় প্রায় ১৬ লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে যানা যায়।ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন মো:নুরুল হক, মনির আহমদ, মোঃকাইছার,মোঃদিদারুল আলম ও রিপু আক্তার। আগুন লাগার কিছুক্ষণ পরে প্রথমে এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভানোর কাজে অংশ নেয়।