বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম.এ. মান্নান. ও মহাসচিব মাওলানা এম এ. মতিন এক বিবৃতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, শেখ আবদুল্লাহ অতি অল্প সময়ে ধর্মমন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রমে যে গতি স ার করেছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি প্রধানমন্ত্রীর আস্থাভাজন ছিলেন।
তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিক ও দেশপ্রেমিক নেতাকে হারাল। দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।