নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকা থেকে তিন জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, গ্রেফতারের পর আজ সোমবার (১৫ জুন) বিকেলে ছিনতাইকারীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন: মিরসরাইয়ের নওয়াবপুর এলাকার রনজিত বড়ুয়ার ছেলে ইমন বড়ুয়া (২২), চান্দগাঁও ইয়াসিন হাজির বাড়ি সংলগ্ন বিল্লাপাড়ার মোহাম্মদ ইসমাইলের ছেলে মোহাম্মদ ইব্রাহিম প্রকাশ বাপ্পি (২৭) ও রাউজানের পথেরহাট এলাকার মোহাম্মদ ইউসুফের ছেলে মোহাম্মদ ইদ্রিস (৩০)।
এদের মধ্যে ইমন বড়ুয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে বলে জানিয়েছেন, চাঁদগাও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান। তিনি এসময় আরো বলেন কয়েকমাস আগে হাটহাজারী থানা পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিলেন ইমন বড়ুয়া। জেল থেকে বের হয়ে আবারও ছিনতাই কাজ শুরু করেন তিনি।ওসি আতাউর রহমান খন্দকার জানান, ইমন বড়ুয়া পেশাদার ছিনতাইকারী। তাঁর ২ সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে।ইমন বড়ুয়া বহদ্দারহাট হক মার্কেটের সিকিউরিটি গার্ড আবদুস সবুর হত্যা মামলার আসামি বলেও জানা যায়।