
অবৈধভাবে সমাবেশ ও গাড়ী ভাংচুরের অভিযোগে বিএনপির ৪১জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
কক্সবাজারের পেকুয়ায় অবৈধ সমাবেশ, মিছিল, যান চলাচলে প্রতিবন্ধকতা ও গাড়ী ভাংচুরের অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ। এজাহার নামী এ ১৬ নেতাকর্মী ছাড়াও এ মামলায় আরো ২০-২৫ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
সোমবার (১৫অক্টোবর) পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) ইয়াকুবুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন। একইদিন মামলার এজাহার নামীয়আসামি আসাদ রুবেলকে আটক করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে পেকুয়া বাজার এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি ও জামায়েতের একদল নেতাকর্মী রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনসাধারণের চলাচলে বিঘ্ন ও গাড়ী ভাংচুর করছিল। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল যায় একদল পুলিশ। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জড়িতরা পালিয়ে যায়।
এসময় স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গ্রেনেড হামলা মামলার রায়ে সংক্ষুব্ধ হয়ে এবং সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদের রায় উপলক্ষে সরকার হস্তক্ষেপে বিষয় উল্লেখ করে পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহর নেতৃত্বে একদল নেতাকর্মী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবী, তারেক রহমানের রায় প্রত্যাহার দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। মিছিলের একপর্যায়ে নেতাকর্মীরা বিএনপি অফিসের সামনে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ী ভাংচুর করতে থাকে। এসময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।
মামলার এজাহার নামীয় আসামিরা হলেন, বাহাদুর শাহ, কামরান জাদিদ মুকুট, ইউসুফ রুবেল, মো. এহেসান, সাজ্জাদ, আরিফুল ইসলাম বিটু, মাহবুবুল করিম, মো. আসাদ রুবেল, সাজ্জাদ হোসেন, মোসলেম উদ্দিন, সোহেল আজিম, শওকত হোসেন বিজয়, রাশেদুল ইসলাম, ফরহাদ ও জয়নাল আবেদিন।
মামলার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, আন্দোলনের নামে গাড়ি চলাচলে বাধা ও ভাঙচুরসহ সাধারণ মানুষের ক্ষতি করার অধিকার কারো নেই। পেকুয়ার শান্ত পরিবেশকে অশান্ত করে তুলতে বেআইনি কাজ করায় জড়িতদের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়েছে। অজ্ঞাতদের সনাক্তপূর্বক চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।
প্রতিনিধি:কক্সবাজার পেকুয়া চকরিয়া
আলাউদ্দিন