নিজস্ব প্রতিবেদক। অজানা বাংলাদেশ।
চট্টগ্রাম:আজ বিকাল ৩টা থেকে নগরীর জিইসি কনভেনশন হলে আ’লা হযরত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হিজরি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, সহস্রাধিক গ্রন্থ প্রণেতা ইমাম আহমদ
রেয়ার ওফাত শতবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে আছেন পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্, মুদ্দযিল্লুহুল আলী, দরবারে আলীয়া কাদেরীয়া, সিরিকোট শরীফ, পাকিস্তান। প্রধান আলোচক হিসেবে আছেন সৈয়্যদ মুহাম্মদ আহমদ শাহ ও বিশেষ মেহমান হিসেবে আছেন শায়খ আহমদ নায়না আল আযহারী, মুহাম্মদ রাহাত খান কাদেরী বেরলভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আলহাজ্ব সুফি মুহাম্মদ মিজানুর রহমান।
বিস্তারিত আসছে
অজানা বাংলাদেশ। আল ওমায়ের, সৈয়দ মুহাম্মদ কাজেম, সৈয়দ বাহাউদ্দিন।