
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উদ্যোগে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নাসিম আহমেদ সোহেল এর হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে চট্টগ্রাম
কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে ছাত্র সমাজ
ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নাসিম আহমেদ সোহেল’র হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক ছাত্র সমাবেশ নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। সরকারি সিটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি আবু তাহেরের সভাপতিত্বে ও সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সাব্বির চৌধুরীর সঞ্চালনায় উক্ত ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল আলম রনি, যুগ্ম সম্পাদক
ওয়াহেদ রাসেল, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান জিহাদ, ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক কায়সার হামিদ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি ইকরামুল কবির ইয়াম প্রমুখ। উক্ত ছাত্র সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মিথুন মল্লিক, মহিউদ্দিন মাহি, আরিফ মঈনুদ্দীন, সুজায়মান বড়–য়া জিতু, আবু সায়েম, সনেট চক্রবর্ত্তী, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শাকিল, সরওয়ার উদ্দিন, এম কায়সার উদ্দিন, নাজিম উদ্দিন রাসেল, সাংগঠনিক সম্পাদক মঈন শাহরিয়ার, হাসমত আলী রাসেল, সিটি কলেজ ছাত্র সংসদের এজিএস নিয়াজ মোর্শেদ, সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদ, সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ, ইসলামীয়া কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদ, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ, বাকলিয়া সরকারি কলেজ ছাত্রলীগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, পোর্টসিটি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও চট্টগ্রাম মহানগরীর আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।
উক্ত ছাত্র সমাবেশে বক্তারা বলেন, শহীদ ছাত্রনেতা নাসিম আহমেদ সোহেল হত্যা দু’বছর পার হলেও এখনও খুনীরা বিচারতো দূরের কথা, তা ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। কেউ কেউ আবার প্রকাশ্যে চলাফেরা করছে। এভাবে আর কত মায়ের বুক খালি হবে। বঙ্গবন্ধুর আদর্শ আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শ রাজনৈতিক পাঠশালার মেধাবী ছাত্র নাসিম আহমেদ সোহেলকে দিনে দুপুরে প্রকাশ্যে দিবালোকে হত্যা করে যে নৃশংস জঘন্যতম কর্মকাণ্ড করেছে তার বিচার হওয়া চট্টগ্রামের ছাত্র সমাজের প্রাণের দাবি। বক্তারা আরও বলেন, নাসিম আহমেদ সোহেলের মায়ের বুক ইতিমধ্যে খালি হয়েছে, এখনও সোহেল হত্যার বিচার হওয়ার তাঁর মায়ের একমাত্র শান্তনা। ছাত্র রাজনীতিতে মেধাবীদের স্থান দিতে এসমস্ত খুনীদের বিচার হওয়া খুবই জরুরী। অন্যতায় অছাত্র, খুনী, সন্ত্রাসী আর টেন্ডারবাজরা ছাত্র রাজনীতিকে আরও কুলষিত করে দিবে। উক্ত ছাত্র সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লালদীঘি, আন্দরকিল্লা প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাবে গিয়ে সমাপ্ত হয়।