ঈশাত জামান মুন্না,
লালমনিরহাট জেলা প্রতিনিধি
:গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ ৪ দিনের সরকারী সফরে এখন নিজ নির্বাচনী এলাকা কালীগঞ্জ আদিতমারী অবস্থান করছেন,তার
সফরসূচী অনুযায়ী আজ ১৬ অক্টোবর রোজ মঙ্গলবার কালীগঞ্জ উপজেলার প্রশাসন এর আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সামাজিক নিরাপত্তা বেস্টনি কর্মসূচির আওতায় ৩নং তুষভান্ডার ইউনিয়নের সকল ভাতা কার্যক্রমের(বয়স্ক ভাতা,বিধবা ও স্বামী নিগৃহীতা,মহিলা ভাতা,অসচ্ছল প্রতিবন্ধী ভাতা) ভাতা পরিশোধ বহি প্রায় ৫০০০হাজার প্রর্তিবন্ধী ও বয়স্ক জনগোষ্ঠীর মাাঝে বিতারন প্রদান করবেন বলে জানা যায়। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবজ্জামান আহমেদ,সমাজকল্যাণ মন্ত্রণালয় এর উপসচিব(লালমনিরহাট) উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান,উক্ত চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নং তুষভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম।
অতপর তিনি কালীগঞ্জ উপজেলার বাকী ৭ টি ইউনিয়নে সামাজিক নিরাপত্তা বেস্টনি কর্মসূচির আওতায় সকল ভাতা কার্যক্রমের(বয়স্ক ভাতা,বিধবা ও স্বামী নিগৃহীতা,মহিলা ভাতা,অসচ্ছল প্রতিবন্ধী ভাতা) প্রদান করেন।
সামাজিক নিরাপত্তা বেস্টনি কর্মসূচির আওতায় দলগ্রাম ইউনিয়নের সকল ভাতা কার্যক্রমের(বয়স্ক ভাতা,বিধবা ও স্বামী নিগৃহীতা,মহিলা ভাতা,অসচ্ছল প্রতিবন্ধী ভাতা)আওতায় ২০১৭-১৮ অর্থ বছরের অতিরিক্ত বরাদ্দ প্রাপ্ত ভাতাভোগীদের-“ভাতা পরিশোধ বহি বিতরন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নুরুজ্জামান আহমেদ,প্রতিমন্ত্রী সমাজকল্যান মন্ত্রনালয়,উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি জনাব মাহবুবুজ্জামান আহমেদ চেয়ারম্যান উপজেলা পরিষদ কালীগঞ্জ,উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খ ম শফিকুল আলম খন্দকার চেয়ারম্যান ৪ নং দলগ্রাম ইউনিয়ন পরিষদ,কালীগঞ্জ লালমনিরহাট।