সরিষাবাড়ী প্রতিনিধি
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৬নং ওয়ার্ড রামানন্দপুর গ্রামে হাফিজুর রহমান নামে এক অটোবাইক চালককে দুর্বৃত্তরা শ্বাসরোদ্ধ করে হত্যা করেছে গত ১৯ জুন রাতে। আজ ২০ জুন শনিবার সকালে সরিষাবাড়ী থানার পুলিশ নিহত অটোবাইক চালকের লাশ উদ্ধার করেন।পরবর্তীতে জানা যায়,নিহত হাফিজুর রহমান পার্শ্ববর্তী টাঙ্গাইলের ধনবাড়ী থানার বীরতারা ইউনিয়নের বাঁশনগি গ্রামের আঃ সাত্তারের ছেলে।
নিহত অটোবাইক চালকের স্ত্রী সুরাইয়া বেগম জানান দুই ছেলের জনক হাফিজুর রহমান প্রতিদিনের মত শুক্রবার বিকেলে অটোবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে তিনি না ফিরলে পরিবারের সদস্যরা তাকে খোজা খোজি করতে থাকেন। পরদিন সকালে ডোয়াইল ইউনিয়নের ৬নং রামানন্দপুর গ্রামে তার মৃতদেহ পড়ে থাকার সংবাদ পায় তার পরিবারের লোকজন। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জোয়াহের আলম খান জানান, নিহতের গলায় গামছা পেঁচানো ও মাথা আঘাতের চিহ্ন ছিলো এবং নিহতের অটোবাইকটি হত্যাকারীরা নিয়ে যায়। পরে নিহত হাফিজুর রহমানের লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হবে তিনি জানান।