চুয়াডাঙ্গা সংবাদদাতা;
পুরো দেশ যখন করোণা ভাইরাসে সংক্রামে থমথমে তখনি চলছে বাল্য-বিবাহের উৎপাত। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা দর্শনার প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি গ্রামে গ্রামে ছোট ছোট স্কুল পড়ুয়া মেয়েদের বাল্য-বিবাহ দিচ্ছে তাদের মা-বাবা।বাবা-মায়ের এই অল্প বয়সে বাল্য-বিবাহ দেওয়ার কারণে নিজের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। ২০২১ সালের মধ্যে মাতৃমৃত্যুর হার প্রতি হাজারে ৩.৮ থেকে কমিয়ে ১.৫ করা হবে৷ বাল্য-বিবাহ প্রতিরোধ করা না গেলে এই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না৷
বাল্য-বিবাহ সংকুচিত করে দেয় কন্যা শিশুর পৃথিবী৷ আমরা যদি সবাই সচেতন হই তাহলে কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠা হবে৷ দেশে মা ও শিশুর অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে৷ তাই বাল্য-বিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এখন থেকেই৷