ঈশাত জামান মুন্না,লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাটে বিদ্যুতস্পৃষ্ট হয়ে হোমিওপ্যাথি চিকিৎসক বশির আহমেদ বিপ্লব (২৮) এর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিচপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।তিনি ওই গ্রামের রওশন আলী মাষ্টার এর ছেলে।মহেন্দনগর বাজারে তার একটি হোমিওপ্যাথির চিকিৎসালয় রয়েছে যেখানে তিনি চিকিৎসা প্রদান করতেন।
মহেন্দ্রনগর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান বসুনিয়া স্বপন অজানা বাংলাদেশকে জানান,সকালে ধান ক্ষেতে সেচ দিতে বাড়ির পাশেই নিজের সেচপাম্প চালু করতে যান।এসময় বিদূতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন।