মোসলেম উদ্দিন(ইমন)
এই মাছটির প্রিয় খাদ্য মাংস। যেখানে পিরানহা মাছ হয় সেখানে একটি মানুষ নামলে সর্বোচ্চ ১৫ মিনিট সময় লাগবে আস্ত মানুষটিকে হজম করতে। বাংলাদেশে এই মাছটি বাজারে বিক্রি করা নিষেধাজ্ঞা থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী ফিশারি ঘাট থেকে দামে সস্তা কিনে এনে তারা সাধারণ মানুষকে রূপচাঁদা নাম দিয়ে এই মাছ বিক্রি করে থাকেন।চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে সরেজমিনে গিয়ে দেখা যায় এমন মাছের অস্তিত্ব সবখানে রয়েছে সবাই এই মাছকে ডিজিটাল রূপচাঁদা বলে মানুষকে আকৃষ্ট করে বিক্রি করছে সাধারণ মানুষের কাছে।মূলত এই মাছের চাষ যেখানে হয়, সেখানে একটি মানুষ পড়ে গেলে তবে তাকে ১৫ মিনিটের মধ্যে আস্ত গিলে খাওয়ার ক্ষমতা রাখে এই মাছটি!
চলবে।