
গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ দাফন টিমকে সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। ২৫ জুন বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ বাংলো অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ ফয়েজ উল্লাহ খতিবীর নেতৃত্বে ইসলামী ফ্রন্টের একটি প্রতিনিধি দল উপজেলা ভাইস-চেয়ারম্যান ও গাউছিয়া কমিটি লাশ দাফন টিমের প্রধান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হোন।
চন্দনাইশ উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুল গফুর খানের সভাপতিত্বে ও টিম সমন্বয়ক মুহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরী শুভর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত বাংলাদেশ চন্দনাইশ উপজেলার সভাপতি পীরে তরিকত মাওলানা খাজা মোবারক আলী (মা:জি:আ:), মাওলানা মুহাম্মদ আবুল কাশেম আনসারী, মুহাম্মদ ফয়েজ উল্লাহ খতিবী, গাউছিয়া কমিটি উপজেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম,
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ মারুফ রেজা, দক্ষিণ জেলা ছাত্রসেনা নেতা মুহাম্মদ আমিনুল ইসলাম রুবেল, মুহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ আবু তাহের, মুহাম্মদ সরওয়ার উদ্দিন, চন্দনাইশ পৌরসভা শাখার দায়িত্বশীল মুহাম্মদ সবুর, মুহাম্মদ আরফাত, মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, শিহাব উদ্দিন, সাইফুল আলম, কুতুবউদ্দিন উদ্দিন, জাবেদ প্রমুখ।এসময় ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে করোনাতে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের দাফন কাপনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়। ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ এই মহামারিতে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে চন্দনাইশ গাউছিয়া কমিটি লাশ দাফন টিমকে সার্বিক সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।