
ব্যান্ড তারকা শিল্পী আইয়ুব বাচ্চু।
নিজস্ব প্রতিবেদক। অজানা বাংলাদেশ।
সদ্য প্রয়াত কিংবদন্তি ব্যান্ড সঙ্গীত তারকা আইয়ুব বাচ্চুর স্মরণে এক্স সোলস্ ব্যান্ড মেম্বার’র উদ্যোগে এবং চট্টগ্রামের সর্বস্তরের ব্যান্ড মিউজিসিয়ানদের অংশগ্রহণে অদ্য ১৯ অক্টোবর বাদ জুমআ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এক গণ শোক বহি স্বাক্ষর অনুষ্ঠান শিল্পী আহমদ নেওয়াজ’র পরিচালনায় অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের ছেলে আইয়ুব বাচ্চুকে বরণ করার জন্য চট্টগ্রাম বাসীর উচ্ছাস যা আজ শোকে পরিণত হয়েছে। সর্বস্তরের জনগণ উক্ত বহিতে স্বাক্ষর করেন এবং নিজেদের মতামত লিপিবদ্ধ করেন এবং একটি দাবী উত্থাপন করেন যা-কিংবদন্তি আইয়ুব বাচ্চুর নামকরণে একটি মিউজিক থিয়েটার প্রতিষ্ঠা যেন করা হয়, যাহা হবে মরনোত্তর কিংবদন্তির জন্য একটি বড় সম্মানের বিষয়। উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রাক্তন সোলস মেম্বার সুব্রত বড়ুয়া রনি, মোহাম্মদ আলী, র্যালি পিনারিউ এবং তরুণ ব্যান্ড প্রজন্মের সাজ্জাদ হোসেন মশিউর রহমান, ইকবাল, রায়হান আল হাসান, জাহিদ খান প্রমুখ।
নিউজ ডেস্ক:অজানা বাংলাদেশ। আল ওমায়ের।