নিজস্ব প্রতিবেদক। অজানা বাংলাদেশ।
গোলাপগঞ্জঃ জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে পদোন্নতি পেলেন গোলাপগঞ্জের মোঃ সামসুজ্জামান বাবুল। ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় (ভারপ্রাপ্ত) সভাপতি এ কে এম আসরাফুজ্জামান খান ও সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ শান্ত’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গত ০১/১০/২০১৮ইং তারিখে জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় মোঃ সামসুজ্জামান বাবুলকে সহ-প্রচার সম্পাদক থেকে পদোন্নতি দিয়ে সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ দেওয়া হয়। মোঃ সামসুজ্জামান বাবুল গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র।
তার পদোন্নতিতে তিনি অনেক খুশী আরো বেশি কাজ করে যেতে চান সবার জন্য জানিয়েছেন।
নিউজ ডেস্ক। অজানা বাংলাদেশ।