ছাতক প্রতিনিধি::
ছাতকে বন্যার পানিতে ভেসে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে একটি মেচো বাঘ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, শেষ আশ্রয়স্থল বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় পানিতে ভেসে লোকালয়ে চলে আসে ওই মেচো বাঘ। বাঘ দেখে গ্রামের উৎসাহিত যুবকরা ধাওয়া করে। এক পর্যায়ে মেচো বাঘটিকে তারা জীবিত আটক করতে সক্ষম হয়। বাঘটিকে একনজর দেখতে বন্যার পানি উপেক্ষা করে এলাকার লোকজন ভিড় জমায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বাঘটি অামেরতল গ্রামের একটি বাড়িতে শিকল বন্দি অবস্থায় রাখা হয়েছে।